সোমবার, ২৫ এপ্রিল, ২০১১

পরিচয়ে চিৎকার

বলাকার পাখা হয়ে
যদি যাই শূন্যে উড়ে
তুমি কি মেঘ হয়ে
যাবে আমায় ছুয়ে ?


শ্রাবণের ধারা হয়ে
ভাসিয়ে দেই যদি লোকালয়
তুমি কি তরী হয়ে
ভাসবে আনমনে তাতে ?


শীতের শুভ্র বরফ বেসে
পড়ি যদি থূপ থূপ করে
বিস্ময়ে তুমি কি
চেয়ে রবে আমার পানে ?


নয়নের কোন বেয়ে
নামি যদি অশ্রু হয়
তুমি কি রুমালের ভাঁজে
দেবে টা মুছে ?


বৈশাখের বৈ্রী তুফান রুপে
আসি যদি হঠাৎ ঘটা করে
তুমি কি বিজলী হয়ে
চলবে সাথে ত্বরিৎ বেগে?


খাতার এক ঘেয়ে পাতা হয়ে
পড়ি যদি তোমার হাতে
তুমি কি রুমাল হয়ে
দেবে লাইন এঁকে তাতে ?


উপহারের বইয়ের মাঝে
আসি যদি গল্পের লাইন হয়ে
তুমি কি তা বার বার
পড়বে অহেতুক কৌ্তূহলে ?


সিল্কের ফিতা হয়ে
আসি যদি নানা রঙ্গে
তুমি কি আঙ্গুলে চেপে
দেবে তা কেশে বেঁধে ?


খেলার খবর হয়ে
দেই যদি তৃপ্তি লোকে
তুমি কি চিৎকার হয়ে
জানাবে অভিনন্দন মোরে ?




(সংগ্রহিত)

কোন মন্তব্য নেই: