মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪

 মনে আছে, সেই প্রথম দেখা...!

তোমার অনুভূতিটা আজো জানিনা ।
জানতে চাইনি কখনোই...

ঘরভর্তি লোকারণ্যে নীলরঙ্গা শাড়িতে
তোমার উপস্থিতি আঁচ করছিলাম কিছুক্ষন ।
চোখ ঝলসানোর ভয়ে তাকানোর সাহস পাইনি অনেক্ষন...
এক সময় হুট করেই নয়নে নয়ন ।
পলক ফেলতে পারিনি আমি
পলক সরাতে পারোনি তুমিও...

সেই প্রায় চল্লিশ সেকেন্ড,
চল্লিশ বছরের তৃপ্তি দিয়েছিল আমাকে ।
আর কে না জানে, চল্লিশ বছর পরে
কোন মানুষের-ই আর উচ্ছলতা থাকেনা ।
থাকে জীবনের প্রয়োজনে জীবনের হাজারো ব্যস্ততা...

তৃপ্ত সেই চল্লিশ সেকেন্ড পরে
আমাকেও দিয়েছো লক্ষ-কোটি ব্যস্ততা...

সবার অলক্ষ্যে তোমার হাতে হাত ছুঁয়ে দেয়া
টেবিলের তলায় পায়ে পায়ে ঠোকাঠুকি ।
রাতভর কথোপকথন, লুকিয়ে চুরিয়ে মধুর আলিঙ্গন ।
দুষ্টামি আর নষ্টামি-তে ব্যতিব্যস্ত করে তুলেছিলে আমায় ।

এখানে সেখানে হুট করে উধাও হয়ে যাওয়া
সবার ভিড়েও ফাঁকিতে ঝুঁকিতে একলা করে পাওয়া ।
না, কোন জড়তা দেখাওনি কখনোই ।
আর তাতেই আস্কারা দিয়ে দিয়ে
মাথায় তুলেছিলে আমায় ।
বানিয়েছো অসভ্য, ইতর আরো কতো ইতি উতি... 

তোমার ঠোঁট কাটার গল্পটা !
আজ থাক না হয়...

চল্লিশোর্ধ মানুষের আয়ুষ্কাল ফুরানোর যেমন ভয় থাকে !
আমারো ছিলো...
ভয়টা অমূলক ছিলোনা,
আজ বুঝতে পাই ।

তুমিও ফুরিয়ে গিয়েছো
আমাকেও ফুরিয়ে দিয়েছো ।

আজ সাতাশে দাঁড়িয়ে চল্লিশোর্ধ মানুষের
অনুভূতি টের পাই ।
কোন কিছুতেই আর প্রাণ ভরে না ।
কারো মোহতেই আর মোহাবিষ্ট হইনা ।

শুধু চোখ বুঝলে, অথবা আবছায়া আলোয়
দেখি নীল অবয়ব ।
এই বুঝি.....

_ দিপু ধর
২৮ এপ্রিল, ২০১৪ ।

কোন মন্তব্য নেই: